জামাইদের প্রকারভেদ:
★টেনশন জামাই: বউ সময়মত বাসায় না এলে কিংবা কল রিসিভ না করলে তাগো মাথা নষ্ট হইয়া যায়। ফোনে সেইভ করা সবার নাম্বারে কল দিয়া জিগায়.."বউ কই..বউ কই?"
★বউ পাগল জামাই: বউ যা কয় তাই সই। বউয়ের উপরে কথা হবেনা।
★মা পাগল জামাই: আম্মায় কইছে, এইটাই শেষ কথা। মানলে মানো, না মানলে নাই। তাদের দৃঢ় বিশ্বাস "বউ গেলে বউ পাবো, মা পাবো কই?"
★কিপটা জামাই: বউ টাকা চাইলে তার ভালোবাসা উৎলে পড়ে তবুও পকেট থেকে টাকা বের হইতে চায় না। "কি করবে ওসব দিয়ে?আমিতো আছি"
★রোমান্টিক জামাই: ইনারা ঠাডা ভাঙ্গা রইইদ্দে, বউয়ের কপাল থেকে ঘাম ঝড়তে দেখলে সেই ঘামেও ক্লান্তি না দেখে হীরার ঝকমক দেখে
_
★দোষ ধরা জামাই: রান্নায় ঝাল কম হইছে, ফ্লোরটা ঝাঁড়ু দেয়া হয় নাই। বিছানার চাদরের নিচে, জাজিমের নিচে, মাচাঙ এর নিচে অর্থাৎ খাটের তলায় ময়লা খুঁজে বের করাই এদের কাজ।
★সন্দেহবাজ জামাই: বউ বাথরুমে গেলেও মনে করে একলা বাথরুমে বইসা বউ না জানি কোন বেটার লগে ভাইগা যাওয়ার প্লান করতাছে।
★রূপ পাগল জামাই: বউরে সারাক্ষণ সাজুগুজু অবস্থায় দেখতে তাদের ভীষণ ভাল্লাগে। কাজলের কালি লেপটে গেলে বউয়ের আগে তার মনে দু:খ লাগে।
★ড্যাম কেয়ার জামাই: করতো তোমার যা খুশি। আমারে এইসব জিগাইয়া লাভ নাই, তুমি যেমন থাকো তেমনি আমার ভাল্লাগে।
★থ্রেড জামাই: তুই হয় আমার মত চলবি নাহইলে তোরে তালাক দিমু। এক সাথে এভাবে থাকা সম্ভব নয়।
★অনিশ্চয়তা জামাই: এদের দেখে বুঝা যায় না এরা আসলে কেমন? রেগে আছে নাকি মন ভালো? এরা কখনো অল্পতেই খুব হাসে, আবার কখনো কাতুকুতু দিলেও হাসেনা। ভয়ঙ্কর রাগের বিষয় পাত্তা দেয়না, আবার অল্পতেই ভাংচুর শুরু করে দেয়।
★বকুনি জামাই: বউরে বকে, বউয়ের সাথে রাগারাগি করার ভেতরেই তাদের তীব্র ভালোবাসা লুকিয়ে। যত বেশি বকা, ততো বেশি ভালোবাসা।
★ব্রুশলি জামাই: এরা কথায় কথায় বউয়ের গায়ে হাত তুলে আরাম পায়। মারার কোন কারণ খুঁজে না পেলে হুদাই বউয়ের শরীরে একটা চিমটি কেটে দিবে।
এই জামাইরা যে যেভাবেই থাকুক, বউদের কাছে সেভাবেই হিট।
0 Comments