সবসময় মন খারাপের কারণ গুলো সবার কাছে বলা যায় না।
শুধু নিরবে সয়ে যেতে হয়।

কিছু জিনিস মনের মাঝে কবর দিয়ে ফেলাই উত্তম। দিন চলে যায়... স্মৃতি পুরোনো হয়। প্রিয়জন ছেড়ে যায়... কিন্তু হৃদয়ের গহীনে একটা দাগ ঠিক থেকে যায়। তারপর... প্রায়শই মনে পড়ে... ভীষন মনে পড়ে!
.
মানুষ যখন আপন হয়, তখন মনে হয় সে রক্তের সাথে মিশে গেছে।
আর যখন সে চলে যায়... তখন মনে হয় বুকের ভেতর থেকে হৃদয়টা ছিঁড়ে নিয়ে গেছে। কে জানে, হয়তো সময়ের ব্যবধানে সবকিছুই বদলে যায়। লোকজন, সম্পর্ক, বিশ্বাস... সবকিছুই...
কখনো বা আবার মানুষটা নিজেই বদলাতে বাধ্য হয়। এসব ঘিরেই জীবন আর এই বেঁচে থাকা।

যারা অতীতকে ভুলতে পারে, তারাই এ জীবনে সুখী হবার ক্ষমতা রাখে। তবে ভোলা সহজ নয়... বড় কঠিন।
শুনেছি... স্বার্থপরেরা নাকি জীবনে সুখী হয়, আসলেই কি তাই?
নিজের স্বার্থ হাসিল করতে প্রিয়জন সেজে জীবনে এসে আরেকজনের জীবনটা এলোমেলো করে কি সুখ তারা পায়?
যে আপনার সাথে.... তার স্বার্থের জন্য কাছে এসেছে, প্রিয়জন সেজেছে তারপর আপনাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে চলে গেছে... তার জন্য কেন শুধু শুধু কষ্ট পাচ্ছেন?
ছুড়ে ফেলে দিন... এসব স্বার্থপরদের স্মৃতি।
তার জন্য কষ্ট পাওয়ার কোন মানেই নেই।

নিজেকে মানসিকভাবে শক্তিশালী করে গড়ে তুলুন যেন... তার কথা মনে পড়লেও আপনার দু' চোখ বেয়ে অশ্রু গড়িয়ে না পড়ে।
আল্লাহর কাছে শোকর আদায় করুন যে... আগে চলে গিয়ে আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে।
এসব স্বার্থপরদের জন্য কখনোই কষ্ট পেতে নেই। এদেরকে জীবন থেকে ছুড়ে ফেলে দিতে হয়।
এদেরকে নিজের জীবনে জায়গা দিয়ে নিজের ক্ষতি ডেকে আনবেন না।

যে আপনার প্রিয়জন... আপনজন... সে কখনো বিনিময় দেখেনা। স্বার্থ খুঁজেনা। শুধু পাশে থাকতেই জানে... যে কোন পরিস্থিতেতে।
সেই তো আপনার প্রকৃত বন্ধু,প্রিয়জন যে...আপনার সকল ভালো - খারাপ দিক জানা সত্বেও আপনার পাশে থাকে।

ভুল মানুষের জন্য কষ্ট পাওয়ার কোন মানেই হয় না।
ভালোবাসুন... সেই সব প্রিয় মানুষদের যারা... আপনার ভালো - খারাপ নিয়েই... আপনাকে ভালোবাসে। তারাই তো প্রকৃত বন্ধু, তারাই তো আসল প্রিয়জন।