বিয়ের আগেঃ
-- হ্যালো, জান(মেয়ে)
-- উমম…বলো…
-- এখনো ঘুম থেকে উঠো নি? এত
বেলা পর্যন্ত
না খেয়ে থাকলে শরীর খারাপ
করবে তো! ওঠো, ফ্রেশ
হয়ে নাস্তা করো!
…বিয়ের পরেঃ
-- কয়টা বাজে? এখনো ঘুম
থেকে ওঠো না কেন? জমিদার
হয়ে গেছ নাকি?
-- শরীরটা একটু খারাপ লাগছে!
-- ও, তোমার তো সারা বছরই
শরীর খারাপ থাকে!
যত্তসব…
বিয়ের আগেঃ
-- হ্যালো, জান কি করো?
-- এই তো, বাজার করতে যাচ্ছি।
বুয়া চলে আসছে।
তারাতারি বাজার আনতে হবে!
-- কি বলছো? অন্য
কাউকে পাঠাও। এখন বের
হলে ঠান্ডা লাগবে তো!
-- মেসে আর কেউ নেই এখন
-- উফফ… আচ্ছা, শীতের কাপড়
পড়ে বের হইঅও!
…বিয়ের পরঃ
-- ( একটা লিস্ট ধরিয়ে দিয়ে) যাও,
এক্ষুণি এই
বাজারগুলো নিয়ে আসো!
-- বাইরে তো খুব ঠান্ডা!
-- আজব! ঠান্ডা তো কি হইছে?
সারা দুনিয়ার মানুষ
বাজারে যাচ্ছে, আর উনার ঠান্ডা!
লাট সাহেব
উনি! যত্তসব…
বিয়ের আগেঃ
--জান, তোমাকে পেলে আমার আর
কিচ্ছু লাগবে না।
গাছতলায়ও থাকতে পারবো!
…বিয়ের পরঃ
-- তোমাকে বিয়ে করে আমার
লাইফটা একদম হেল!
কি দিয়েছো তুমি আমাকে?
না পারছো একটা ভালো
গহনা দিতে! না পারছো
একটা সুন্দর বাসায়
রাখতে!কিচ্ছু দিতে
পারবা না, তাইলে বিয়ে
করছিলা কেন