আপনি একজন মানুষেকে দিনের পর দিন অবহেলা
করে যাবেন আর ভাববেন, সব ঠিক হয়ে যাবে!
নাহ্, কিচ্ছু ঠিক হবে না। সে একদিন রাতে না
ঘুমিয়ে চোখের জলে বালিশ ভেজাবে। কিন্তু
তার এই কান্নায় আপনার কিছু যায় আসবে না।
পরের দিনও আপনি তাই করবেন। আবার সেই
অবহেলা। আবারও খোঁজ নিয়ে জানতে পারবেন
সে চোখের পানি ঝরাতে ব্যস্ত। আপনি ভাববেন,
"বাহ! সে তো আমাকে খুব ভালোবাসে।" তাকে
যতই অবহেলা করি সে আমাকে ছেড়ে যাবে না।
এভাবে আপনি জেন নাজেনে তাকে অবহেলা
করতে থাকবেন। আর ভাববেন, "আমি যাই করি
সে আমাকে কখনো ছেড়ে যাবে না কারণ সে
আমাকে অনেক ভালোবাসে।”
.
এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন
আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে
মগ্ন। সে আজ আর কাদঁছে না। তার চোখে আর
পানি নেই। বুকের বামপাশটা চিনচিনিয়ে উঠবে
আপনার । নিজেই নিজেকে প্রশ্ন করবেন,
"একি ! আজ সে কাঁদলো না কেনো ? সে কি
আমাকে আর ভালোবাসে না ?"
.
সে আপনাকে শত ভালোবাসলেও আপনার এই
অবহেলার কারণে একদিন সে আপনাকে ছেড়ে
অনেক দূরে চলে যাবে। মনে রাখবেন, অবহেলা
বড়ই খারাপ জিনিস। শুধু মানুষ কেনো, কেউই
এটি সহ্য করতে পারে না । বাড়ির উঠানে
সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে
মাথা ঘেঁষানোর দিনভর অপেক্ষা করে, সেটিকে
একবার অবহেলা করে দেখুন । দেখবেন, দুইদিন
পর সেই কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার
উঠান থেকে। আর আমরা তো মানুষ.....
.
শত ভালোবাসাকে নিমিষেই নিঃশেষ করতে
আপনার এক মিনিটের অবহেলাই যথেষ্ট।
দিনশেষে, আপনি আপনার আগের মানুষটিকে
খুঁজবেন কিন্তু আর পাবেন না। দেখবেন, সে
আপনাকে এড়িয়ে যাবে। আস্তে আস্তে সে
আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি যখন
তাকে ফিরিয়ে আনতে যাবেন, সে হয়তো এতো
দূরে চলে যাবে যে তাকে আর ফিরিয়ে আনা
সম্ভব হবে না।
কারণ, ""একাকীত্বকে যে একবার ভালোবেসে
ফেলে সে কখনো আর কাউকে ভালোবাসতে
পারে না।""
করে যাবেন আর ভাববেন, সব ঠিক হয়ে যাবে!
নাহ্, কিচ্ছু ঠিক হবে না। সে একদিন রাতে না
ঘুমিয়ে চোখের জলে বালিশ ভেজাবে। কিন্তু
তার এই কান্নায় আপনার কিছু যায় আসবে না।
পরের দিনও আপনি তাই করবেন। আবার সেই
অবহেলা। আবারও খোঁজ নিয়ে জানতে পারবেন
সে চোখের পানি ঝরাতে ব্যস্ত। আপনি ভাববেন,
"বাহ! সে তো আমাকে খুব ভালোবাসে।" তাকে
যতই অবহেলা করি সে আমাকে ছেড়ে যাবে না।
এভাবে আপনি জেন নাজেনে তাকে অবহেলা
করতে থাকবেন। আর ভাববেন, "আমি যাই করি
সে আমাকে কখনো ছেড়ে যাবে না কারণ সে
আমাকে অনেক ভালোবাসে।”
.
এভাবে একদিন হঠাৎ করেই জানতে পারবেন
আপনার অবহেলা সত্ত্বেও সে আজ গভীর ঘুমে
মগ্ন। সে আজ আর কাদঁছে না। তার চোখে আর
পানি নেই। বুকের বামপাশটা চিনচিনিয়ে উঠবে
আপনার । নিজেই নিজেকে প্রশ্ন করবেন,
"একি ! আজ সে কাঁদলো না কেনো ? সে কি
আমাকে আর ভালোবাসে না ?"
.
সে আপনাকে শত ভালোবাসলেও আপনার এই
অবহেলার কারণে একদিন সে আপনাকে ছেড়ে
অনেক দূরে চলে যাবে। মনে রাখবেন, অবহেলা
বড়ই খারাপ জিনিস। শুধু মানুষ কেনো, কেউই
এটি সহ্য করতে পারে না । বাড়ির উঠানে
সারাদিন পরে থেকে যে কুকুরটি আপনার পায়ে
মাথা ঘেঁষানোর দিনভর অপেক্ষা করে, সেটিকে
একবার অবহেলা করে দেখুন । দেখবেন, দুইদিন
পর সেই কুকুরটিও নিরুদ্দেশ হয়ে যাবে আপনার
উঠান থেকে। আর আমরা তো মানুষ.....
.
শত ভালোবাসাকে নিমিষেই নিঃশেষ করতে
আপনার এক মিনিটের অবহেলাই যথেষ্ট।
দিনশেষে, আপনি আপনার আগের মানুষটিকে
খুঁজবেন কিন্তু আর পাবেন না। দেখবেন, সে
আপনাকে এড়িয়ে যাবে। আস্তে আস্তে সে
আপনার কাছ থেকে দূরে চলে যাবে। আপনি যখন
তাকে ফিরিয়ে আনতে যাবেন, সে হয়তো এতো
দূরে চলে যাবে যে তাকে আর ফিরিয়ে আনা
সম্ভব হবে না।
কারণ, ""একাকীত্বকে যে একবার ভালোবেসে
ফেলে সে কখনো আর কাউকে ভালোবাসতে
পারে না।""
0 Comments