অনুরাগ আর ধ্যাত্তেরি ছাই-
দুই দ্বিগুণে দুই শালিকে কুড়ি ছুঁই ছুঁই ;
সাথে পদ্ম চাঁপা জুঁই।
রুঢ় বাতাস হতাশ সকাল
স্বপ্ন আঁকা দ্বিপ্রহরে, স্নিগ্ধ আঁচল শাড়ির মায়ায়
সান্ধ্য বেহাগ বৃষ্টি ঝরায়
সব পেয়েছি তান সে বাঁজায়।
শ্রান্ত ঘুঘু স্বর্ণচাঁপায় -
উপন্যাসের মাঝের পাতায়
বইয়ের তাকের আবছা ধুলোয়।
সেন্ট্রাল লাইব্রেরীর মাস্টারিতে;
পরিসংখ্যানে টেনে টুনে
মনের খাতায় ডিস্টিংশনে।
দোলাচলে'র দিনগিয়েছে-
আদ্র চোখে হাজার ফুলে
আঁটকে থাকা বুকের বাতাস
নকশি কাঁথা মনের সে ভাঁজ।
তিন প্রহরে-
ব্যাকুল নত শর্ত ছাড়াই সারাই ক্ষত।
দল বেঁধে সেই তুমুলিয়া
খুনসুটি আর আকুল চাওয়া;
হয়ত সবাই হাল ছেড়েছে, অযাচিত ভুল বকেছে
ধান শালিকের কি আসে যায়
অজস্র সেই বৃষ্টি শিলায় !!!!
ঠিক আকাশে পূর্ণ চান
শারদ সকাল শিউলি ঘ্রাণ;
হুট করে সব যাদুর ছোঁয়ায়
শখের সুখের দিন এসে যায়।
দুই দশকে ভাবতে বসে;
চোখের কোনায়, স্বপ্ন আসে -
ঝাপসা চোখে আয়েস করে;
চশমা ফেলা ,দাওয়াই ভোলা
খুক খুক কাশ, জমিয়ে বকা।
তপসে মাছের লঙ্কা ঝোল
পুঁই ডাটাতে , ইলিশ শোলে
মন রেখেছি মন বেঁধেছি।
শেষ শরত ও এমন ই থাক
শালিক শালিক দুই'টা শালিক
এই প্রবাদে প্রেম হয়ে যাক -
হাতের মাঝে চাওয়া সে হাত
ছানা পোনা শালিক ঝাঁক।
0 Comments